••••••• আত্মচেতনা•••••••
হঠাৎ একদিন " ভালবাসা " এসে আমায় বলল, " সে " নাকি রিটায়ার হয়ে যাচ্ছে ।। আমি তো অবাক !!
ভালবাসা রিটায়ার হয়ে গেলে আমার মত মানুষেরা বাঁচবে কি নিয়ে ?? যারা ভালবাসাহীন থাকতেই পারে না ।।
আমি দৌড়ে গেলাম " বিশ্বাসের" কাছে , গিয়ে বললাম , জানো ! ভালবাসা রিটায়ার হয়ে যাচ্ছে .....
"বিশ্বাস" শুনে বলল : আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে ।।
আমি হতভম্ব ! আমি তাই শুনে এবার গেলাম , " মনের " কাছে ,
" মন" বলল : তার নাকি লাইফ টাইম অফার শেষ ।।
আমি তখন রূদ্ধশ্বাসে "স্বপ্নের" কাছে গেলাম ,
"স্বপ্ন" বলল : এখন আর আমাকে কেউ দেখেইনা , সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে ।।
আমি তো নির্বাক , মূক , মৌন হয়ে গেলাম ।।
একি ! সবাই তো একে একে চলে যাচ্ছে , তবে কি হবে আমাদের মত মানুষদের ?? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারেনা , তেমন ভালবাসাহীন আমাদের মত মানুষেরা কিভাবে থাকবে ?? এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম ।।
হঠাৎ দেখি , কার স্পর্শ আমার হাতে ! মুখ তুলে দেখি , " আশা" - মিটিমিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে ....
হেসে " আশা " বলছে : যতক্ষন আমি আছি , তোমার সাথে , তোমার কোনো চিন্তা নেই ।।
আমি বললাম , জানো আশা ! ভালবাসা , বিশ্বাস , স্বপ্ন, মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে , দুরে সরে যাচ্ছে ......
তখন সপ্রতিভ ভঙ্গিতে " আশা " বলল : আমি থাকলে সব থাকবে ।। তোমার মধ্যে আমাকে গভীর ভাবে গেঁথে নাও , দেখবে ভালবাসা, বিশ্বাস , স্বপ্ন, মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে ।।
তুমি শুধু আমাকে ছেড়োনা ।।
আমি তখন আনন্দে আপ্লুত হয়ে " আশা " কে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম ।। আর বললাম , " আশা " যে কোনো পরিস্হিতিতে , যে কোনো মানসিকতায় থাকিনা কেন , "তোমাকে" ছাড়বনা।।
আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকল ।।
আর আমিও "আশা" কে নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে চললাম .........।।